রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

IELTS 

আইইএলটিএস পরীক্ষা কেন দেবেন?

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

আইইএলটিএস পরীক্ষা কেন দেবেন?

ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের পরীক্ষা আইইএলটিএস (IELTS)। যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। বিশ্বের সবথেকে জনপ্রিয় ইংরেজি ভাষার পরীক্ষা। ভাষাগত মূল্যায়নে বিশ্বের কিছু অগ্রণী বিশেষজ্ঞরা পরীক্ষাটি তৈরি করেছেন। এই পরীক্ষায় ইংরেজির সবকয়টি দক্ষতা- রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং মূল্যায়ন করা হয়।

আরও পড়ুন: কানাডায় পড়তে যাওয়ার প্রস্তুতি জানুন


বিজ্ঞাপন


ইংরেজিভাষী পরিবেশে আপনি কীভাবে পড়াশোনা, কাজ করা ও বাস করার জন্য ইংরেজির ব্যবহার করবেন পরীক্ষাটি তারই প্রতিফলন ঘটায়। বিশ্বজুড়ে আইইএলটিএস পরীক্ষা নেয় ব্রিটিশ কাউন্সিল। এজন্য পৃথিবীর অনেক দেশেই ব্রিটিশ কাউন্সিলের সেন্টার, এজেন্ট কিংবা একাডেমি রয়েছে। যার মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। এজন্য নির্দিষ্ট ফি দিতে হয়। 

ielts-pic2

আইইএলটিএস ১৪০টির বেশি দেশে ১১ হাজারেরও বেশি সংগঠনের দ্বারা স্বীকৃত। এই সংগঠনগুলির মধ্যে সরকারি, শিক্ষা প্রতিষ্ঠান ও শুধু যুক্তরাষ্ট্রেই ৩০০০ নিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে। 

আপনি যেখানে যেতে চান সেখানেই যেতে পারবেন


বিজ্ঞাপন


বেশিরভাগ দেশেই যেখানে ইংরেজিই প্রধান ভাষা, সেখানে আপনাকে চাকরি ও বিশ্ববিদ্যালয়ের কোর্সের জন্য আবেদন করতে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দেখাতে আইইএলটিএস আপনাকে সাহায্য করবে। 

ilsta-pic3

দেশে বসেই নিজেকে প্রমাণ করুন

আইইএলটিএস পরীক্ষা দিয়ে আপনার ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করা আপনাকে  নিজের দেশেও আরো ভালো চাকরি বা পদোন্নতি পেতে সাহায্য করতে পারে।

বিদেশে পড়তে গেলে আইইএলটিএস পরীক্ষা জরুরি

অন্য দেশে অভিবাসন, পড়াশোনা কিংবা গবেষণা করতে যেতে চাইলে ইংরেজি ভাষা দক্ষতা জরুরি। আইইএলটিএস পরীক্ষার ফলাফল আপনাকে অভিবাসনের চাহিদাগুলো পূরণ করতেও সাহায্য করবে। ইংরেজি ভাষার পরীক্ষা দিতে হয় এমন সব অভিবাসন কর্তৃপক্ষই আইইএলটিএস গ্রহণ করে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর