রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভ্রমণ

ইউরোপের যেসব দেশে তুষারপাত হয়

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

travel

শীতকাল ভ্রমণপিপাসুদের জন্য প্রিয়। পৃথিবীর কিছু কিছু দেশে শীতকালে তুষারপাত হয়। ইউরোপের কয়েকটি দেশে শীতকালে গেলে শ্রেত-শুভ্র তুষারের দেখা পাবেন। জানুন ইউরোপের কোন কোন দেশে তুষারপাত হয়। 

জুরিখ


বিজ্ঞাপন


বরফ দেখতে সুইজারল্যান্ড চলে যাওয়া যায়। জুরিক শহরের বাড়ির ছাদ, স্কুল, দোকানপাট সব যে শীতকালে ঢেকে যায় সাদা নরম বরফে।

snow_pic

প্রাগ

চার্লস সেতুর উপরে দাঁড়িয়ে এই শহরটি দেখলে দিনের য কোনো সময়েই প্রাগের প্রেমে পড়া যায়। তবে শীতের প্রাগের সৌন্দর্য যেন আলাদাই।


বিজ্ঞাপন


হেলসিঙ্কি

ইউরোপে বরফ দেখার জন্য ফিনল্যান্ডের রাজধানী শহর হেলসিঙ্কিও গন্তব্য হিসেবে বেশ ভাল। বল্টিক সাগরের ধারের এই শহর সংস্কৃতি চর্চার জন্য বিখ্যাত।

snow

আমস্ট্যারডাম

ছোট ছোট জলাশয়ে সাজানো এই শহর সারা বছরই সুন্দর। টলটলে নীল জলে ভরা নালা দিয়ে চলে লাল নৌকা। আশপাশের রঙিন বাড়িগুলোর ছায়াও পড়ে আবার সেই 
জলে।

প্যারিস

প্রেমের শহর বলে পরিচিত ফ্রান্সের এই রাজধানী শহর। আইফেল টাওয়ার দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা জড়ো হন সেখানে বছরের বিভিন্ন সময়ে।

snow2

লন্ডন

ডিসেম্বর পড়লে লন্ডনের বাসিন্দারা প্রস্তুত থাকেন যেকোনো দিন ঘুম থেকে উঠে দেখবেন, চারপাশ হঠাৎ সাদা তুলোর মতো বরফে ঢেকে গিয়েছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর