মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিশ্বের সবচেয়ে দামি বাড়ি কোনগুলো?

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বিশ্বের বিভিন্ন দেশে এমন কিছু বাড়ি আছে যেগুলোর নির্মাণ খরচ আকাশচুম্বী। এসব বাড়িতে যারা থাকেন তারা হয় ক্ষমতাশালী না হয় বিত্তশালী।  

নিজের নামে দুই কামরার একটা ফ্ল্যাট হলেই মধ্যবিত্ত খুশি। সেই ঘরকে মনের মতো সাজিয়ে নিতে পারলেই যেন স্বপ্নপূরণ হয়। কিন্তু অর্থনৈতিক কারণে নিজের বাড়ির সৌভাগ্যই সকলের হয় না, ঘর সাজানো তো দূরের কথা। আবার এই সমাজেই এমন কিছু মানুষ আছে যাঁদের বাড়ি ঘর বৈভবতার সীমাকেও লঙ্ঘন করে। সেসব বাড়ির সাজসজ্জা দেখে যেমন বিস্ময় জাগে তেমনই আঁতকে উঠতে হয় তার দাম শুনে।


বিজ্ঞাপন


বিশ্বের সবচেয়ে দামী বাড়ি কোনটি জানেন? চলুন তাহলে বিশ্বের সবচেয়ে দামি বাড়িটি সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেওয়া যাক। 

বাকিংহাম প্রাসাদ

বাকিংহাম প্যালেসের নাম নিশ্চয়ই অনেকবার শুনেছেন। এই নামের সঙ্গে যুক্ত রয়েছে ইংল্যান্ডের রানি এলিজাবেথের নাম। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি এবং বৈভবের দিক থেকে এটি রয়েছে এক নম্বরে। এই বাড়িতে শুধু ব্রিটেনের রাজপরিবারের সদস্যরাই থাকেন। এই বাড়িটি লন্ডনের রিজেন্টস পার্কে অবস্থিত। কথিত আছে, এই প্রাসাদটি ২০৫ বছরের পুরনো। বাড়িটিতে ৭৭৫টি বিলাসবহুল কক্ষ রয়েছে। এছাড়া ১৮৮টি স্টাফ রুম, ৫২টি রাজকীয় অতিথি কক্ষ, ৯৮টি অফিস, ৭৮টি বাথরুম এবং ১৯টি বিশ্রাম কক্ষ রয়েছে।

HOUSE_PICHOUSE_PIC


বিজ্ঞাপন


অ্যান্টিলিয়া

ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। লোকজন সেই বাড়ির একবার চোখের দেখা দেখতে উদগ্রীব থাকেন। এটিকে আম্বানি পরিবারের স্বপ্নের ভিলাও বলা হয়। ৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই বাড়িতে ২৭টি তল রয়েছে। দক্ষিণ মুম্বাইয়ের আল্টা মাউন্ট রোডে অবস্থিত অ্যান্টিলিয়ার মূল্য ১৬৪০০ কোটি রুপি বলে জানা যায়। এটি মুম্বাইয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকা, এখানে অনেক বলিউড সেলিব্রিটিরও বাড়ি রয়েছে।

ভিলা লিওপেল্ডা

ভিলা লিওপেল্ডা বিশ্বের তৃতীয় দামি বাড়ি। এই বাড়িটিও বিস্ময়ের চেয়ে কম কিছু নয়। ভিলার মালিক লেবানিজ-ব্রাজিলিয়ান ব্যাঙ্কার এডমন্ড সাফরার স্ত্রী লিলি সাফরা। প্রায় ৫০ একর জুড়ে বিস্তৃত এই প্রাসাদে ১১টি বেডরুম, ১৪টি বাথরুম, একটি হেলিপ্যাড, একটি গ্রিনহাউস, আউটডোর রান্নাঘর রয়েছে। শুধু তাই নয়, এখানে ১২টি সুইমিং পুল রয়েছে। আলফ্রেড হিচককের ১৯৫৫ সালের চলচ্চিত্র, টু ক্যাচ এ থিফ, এই ভিলায় শুটিং করা হয়েছিল। এরপর এই ভিলা সবার নজরে আসে এবং বিশ্বের দামি বাড়ির তালিকায় জায়গা করে নেয়।

ফোর ফেয়ারফিল্ড পন্ড

বিশ্বের পঞ্চম ব্যয়বহুল বাড়ি হল ফোর ফেয়ারফিল্ড পন্ড। এই বাড়িটি নিউইয়র্কের সাগাপোনায় অবস্থিত। এটি রেনো গ্রুপের মালিক ইরা রেনারের বাসভবন। ৬৩ একরের বাড়িটি ২৯টি বেডরুম, ৩৯টি বাথরুম, একটি ৯১ ফুট ডাইনিং রুম, একটি বাস্কেটবল কোর্ট, একটি স্কোয়াশ কোর্ট, একটি টেনিস কোর্ট, একটি বোলিং অ্যালি এবং তিনটি সুইমিং পুল দিয়ে সজ্জিত। এখানে একটি খুব বড় গ্যারেজও রয়েছে, যেখানে ১০০টি গাড়ি আরামে পার্ক করা যায়। 

দ্য হোম

বিশ্বের সপ্তম দামি বাড়ি হল দ্য হোম। এটি লন্ডনে অবস্থিত। এটি ১৮১৮ সালে জেমস বার্টনের কোম্পানি এই বাড়ি নির্মাণ করে। ১৯৮৪ সালের আগে, দ্য হোম ছিল ক্রাউন এস্টেটের মালিকানাধীন। ফিন্যান্সিয়াল টাইমস-এর রিপ্রোট অনুযায়ী, ৪০ বেডরুমের প্রাসাদটি চার একর জমির উপর নির্মিত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub