মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুইজারল্যান্ডকে কেন পৃথিবীর ‘স্বর্গ’ বলা হয়?

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ১০:১৭ এএম

শেয়ার করুন:

সুইজারল্যান্ডকে কেন পৃথিবীর ‘স্বর্গ’ বলা হয়?

পৃথিবীর সুখী দেশ ফিনল্যান্ড। আর পৃথিবীর ‘স্বর্গ’ সুইজারল্যান্ড। ছোটবেলা থেকে জেনে আসছেন হয়তো। 

বিশ্বজুড়ে ভ্রমণপিপাসু মানুষদের কাছে অন্যতম কাঙ্খিত গন্তব্য সুইজারল্যান্ড। সত্যিই অপূর্ব এক দেশ।


বিজ্ঞাপন


শুধু বেড়ানোর জন্যই নয়, সব বিচারেই দেশ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করেছে ইউরোপের ছোট্ট এই দেশটি। আয়তনে ছোট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ং-সম্পূর্ণ একটি দেশ।

country

ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম হলো এই সুইজারল্যান্ড। এই দেশটির আয়তনের ৭০ শতাংশ ঘিরে রয়েছে আল্পস পর্বতমালা। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম হলো মন্টি রোজা।

পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি ও প্রাকৃতিক ভূ-দৃশ্যের জন্য আকৃষ্ট হয়ে থাকেন। এছাড়াও স্কিইং ও পর্বত ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটকও আসেন। 


বিজ্ঞাপন


বিশ্বের অন্যতম অর্থসংস্থান হওয়ায় এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্যও আসেন। সুইজারল্যান্ডে বার্নের পুরাতন শহর, সাধু গলের মঠ ও মন্টি স্যান জিওরজিও সহ ১১টি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানও রয়েছে। বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় সুইজারল্যান্ড রয়েছে ১০ নম্বরে।

country2

সুইজারল্যান্ডের প্রতিবেশি দেশ জার্মানি, অষ্ট্রিয়া, ইতালি এবং ফ্রান্স। এর রাজধানী শহর বের্ন। অন্য বড় শহরগুলোর মধ্যে জেনেভা অন্যতম। সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। 

সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক।

সুইজারল্যান্ডের নিরপেক্ষতার লম্বা ইতিহাস রয়েছে—১৮১৫ সালে থেকে এখানে কোন যুদ্ধ হয়নি— এবং রেড ক্রস, বিশ্ব বাণিজ্য সংস্থাসহ এখানে বহু আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। ১৯২০ সালে সুইজারল্যান্ড জাতিপুঞ্জের সদস্য হয় আর ১৯৬৩ সালে ইউরোপের কাউন্সিলে যোগ দেয়।

country3

পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক ভূদৃশ্যের জন্য আকৃষ্ট হয়। এছাড়া স্কিইং আর পর্বত ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটক আসে। 

এছাড়া সুইজারল্যান্ড আর তলতার প্রতিবেশী দেশগুলোর কর পার্থক্যের জন্য কেনাকাটার ভ্রমণের স্থান। 

এই দেশের আকার ছোট হলেও এখানে চারটি অফিসিয়াল ভাষা রয়েছে। এগুলো হলো : জার্মান, ফ্রেঞ্চ, ইতালিয়ান এবং রোমান। সুইসরা যখন ইংরেজিতে কথা বলেন তখন তা বেশ মজার বিষয় হয়ে ওঠে। এদের জার্মান ভাষা প্রচলিত ক্ল্যাসিক জার্মান ভাষা থেকে ভিন্ন। একে বলা হয় ‘সুইস জার্মান’। তবে এই ভাষায় কিছু লেখা হয় না। কারণ লিখিত সুইস জার্মান কেউ বোঝেন না।

সুইজারল্যান্ডকে পৃথিবীর স্বর্গ বলার অন্যতম কারণ হলো এর ভূ-প্রকৃতি। এছাড়াও দেশটির মানুষ শান্তিপ্রিয়। এরা সব সময় কলহ-বিবাদ এড়িয়ে চলেন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর