রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউরোপের যে ৬ দেশে ভিসা পাওয়া খুব সহজ

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

europe visa

ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেন এমন মানুষের সংখ্যা কম নয়। তবে সঠিক দিকনির্দেশনা না পাওয়ায় অনেকে বোঝেন না কোন দেশে যাওয়া কঠিন। কোনটি সহজ। 

ইউরোপের সব দেশ উন্নত এমন নয়। এই মহাদেশের উল্লেখযোগ্য দেশগুলো হলো সেনজেনের অন্তর্ভুক্ত দেশগুলো। ইউরোপের কিছু দেশ আছে যেখানে সহজেই ভিসা পাওয়া যায়। চলুন সেগুলো সম্পর্ক জেনে নিই- 


বিজ্ঞাপন


nedarland

নেদারল্যান্ড 

এটি এমন একটি দেশ যেখানে খুব সহজে স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়। দেশটিতে স্টুডেন্টদের ভিসা সফলতা রেট শতকরা ৯৯ ভাগ। নেদারল্যান্ড পাড়ি জমাতে চাইলে আপনাকে অবশ্যই আইএলটিএস সম্পন্ন করতে হবে। আইএলটিএস স্কোর ৬.৫ বা এর বেশি থাকলে আপনি খুব সহজে নেদারল্যান্ডে যেতে পারবেন। এ দেশটির সবচেয়ে সুবিধার বিষয় হলো সহজেই ভিসা হয়ে যায় এবং ভিজা নিশ্চিত করা হয় ইউনিভার্সিটি থেকে। তাই আলাদা করে চিন্তা করতে হয় না। 
 
মাল্টা 

ইউরোপের একটি দেশ মাল্টা যেখানে বাংলাদেশ ও ইন্ডিয়ানদের প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে। একইসঙ্গে সহজে মেলে স্টুডেন্ট ভিসাও। খুব সহজেই ভিসা নিয়ে মাল্টাতে যেতে পারবেন আপনি। সেনজেন অন্তর্ভুক্ত হওয়ায় দেশটিতে সহজেই বসবাস করা যায়। ইউরোপে যাওয়ার সহজ উপায় এর মধ্যে এটি অন্যতম।


বিজ্ঞাপন


country

হাঙ্গেরি 

প্রতি বছর বাংলাদেশ থেকে স্কলারশিপের মাধ্যমে স্টুডেন্ট নিয়ে থাকে হাঙ্গেরি। এছাড়াও বহু আগে থেকেই দেশটিতে লেখাপড়ার জন্য বাংলাদেশ থেকে স্টুডেন্ট পাড়ি জমায়। গত বছর হাঙ্গেরির ভিসা সফলতার হার ছিল শতকরা ৯৫ ভাগ। ২০১৯ সাল থেকে হাঙ্গেরিতে প্রতিনিয়ত জব ভিসার জন্য বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছে। অর্থাৎ জব ভিসার জন্য ভালো দেশ এটি। স্যালারি কম হলেও এখানে ভিসা সফলতার পরিমাণ অনেক বেশি।

লিথুনিয়া এবং লাটভিয়া

এই দুইটি দেশ প্রচুর পরিমাণ ভিসা দিয়ে থাকে স্টুডেন্টদেরকে। একই সঙ্গে জব ভিসাতেও বাংলাদেশ থেকে অনেকে যাচ্ছেন দেশ দুটোতে। ইউরোপে যাওয়ার সহজ উপায় হতে পারে এটি। 

france

ফ্রান্স 

এটি এমন একটি দেশ যেখানে জব ভিসাতে অ্যাপ্লাই করলে সফলতার দেখা দেখা কঠিন বটে। তবে আপনি যদি শিক্ষার্থী হন এবং আইএলটিএস থাকে তবে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে সফলতার হার বেশ ভালো বলা যায়। বাংলাদেশী ভিসা সন্ধানকারীরা যেসব ভিসায় ফ্রান্সে যেতে পারেন সেগুলো হলো- ট্যুরিস্ট ভিসা, ব্যবসায় ভিসা, পারিবারিক ভিসা এবং স্টুডেন্ট ভিসা। 

পর্তুগাল 

পর্তুগালকে ইমিগ্র্যান্টদের জন্য গোল্ডেন কান্ট্রি বলা হয়। কেননা বিভিন্ন দেশ থেকে দেশটিতে প্রবাসীরা যান ইমিগ্রান্ট হওয়ার জন্য। পর্তুগালের সহজে যাওয়ার উপায় হচ্ছে, জব ভিসা। কিন্তু এখানে কেবল এগ্রিকালচার প্লাটফর্মে জব ভিসা হয়ে থাকে। অন্যদিকে স্টুডেন্ট ভিসায় যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আইএলটিএস থাকতে হবে। স্কোর থাকতে হবে ৫.৫ বা তার বেশি। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর