বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক শিক্ষার্থী প্রতিবছর মালয়েশিয়ায় পড়তে যান। দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা প্রায় দুই লাখ। মূলত কম খরচে ও ভিসা প্রাপ্তিতে সুবিধার কারণে অনেকেই দেশটিকে বেছে নেন।
মালয়েশিয়ায় উচ্চশিক্ষার যোগ্যতা
বিজ্ঞাপন
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রচুর সংখ্যক প্রোগ্রাম অফার করে। বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করে পরিবর্তিত হয় এই প্রোগ্রামগুলোতে ভর্তির যোগ্যতা। তবে বিদেশি শিক্ষার্থীদের যে সাধারণ যোগ্যতাগুলো পূরণ করতে হয় তা হলো-
- স্নাতকের জন্য কমপক্ষে ১২ বছরের একাডেমিক সময়
- এসএসসি/এইচএসসি/ও-লেভেল/এ-লেভেল-এ সিজিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৩ দশমিক ৫০ (স্নাতক প্রোগ্রামগুলোর জন্য)
- সিজিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ২ দশমিক ৫-সহ একটি স্নাতক ডিগ্রি (স্নাতকোত্তরের জন্য)
বিজ্ঞাপন
- আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ (প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নির্ভর করে স্কোর পরিবর্তন হতে পারে)
কিছু প্রোগ্রামের জন্য জিআরই বা জিম্যাট স্কোরও প্রয়োজন হতে পারে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় ও কোর্সসমূহ
অল্প খরচে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলো হলো দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এগুলোর মধ্যে শীর্ষস্থানীয় হচ্ছে-
- ইউনিভার্সিটি মালায়া (ইউএম)
- ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম)
- ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়া (ইউপিএম)
- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম)
- ইউনিভার্সিটি সেন্স মালয়েশিয়া (ইউএসএম)
যে বিষয়গুলোয় উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া জনপ্রিয়
- এমবিএ
- কম্পিউটার সায়েন্স-এ ব্যাচেলর ও মাস্টার্স
- ডেটা সায়েন্স-এ ব্যাচেলর ও মাস্টার্স
- মেডিসিন ও হেলথ কেয়ার-এ ব্যাচেলরস ও মাস্টার্স
- ব্যাংকিং ও ফিন্যান্স-এ ব্যাচেলরস ও মাস্টার্স
এছাড়াও শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয়ের জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলো বেছে নিতে পারে।
মালয়েশিয়ায় পড়াশোনার খরচ
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের ভিত্তিতে সাড়ে তিন থেকে চার বছরের স্নাতক অধ্যায়নে খরচ পড়তে পারে ৯ হাজার ৬০০ থেকে এক লাখ ৩৭ হাজার ৫০০ মালয়েশিয়ান রিংগিত। বাংলাদেশি টাকায় এটি প্রায় দুই লাখ আট হাজার ৬৫৯ থেকে ২৯ লাখ ৮৮ হাজার ৬০৬ টাকার মধ্যে।
আর এক থেকে দুই বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে খরচ হতে পারে সাত হাজার ৫০০ থেকে ১২ হাজার ৭০০ মালয়েশিয়ান রিংগিত, যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ ৬৩ হাজার ১৫ থেকে দুই লাখ ৭৬ হাজার ৩৯।
এজেড

