শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

আরও ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

আরও ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগরে ৯৮ জন, চট্টগ্রামে ৩ জন, কক্সবাজারে ১ জন, সিলেটে ১ জন। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ১৪ জনে। অন্যদিকে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫১ জনের।


বিজ্ঞাপন


বুধবার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১ হাজার ২৫৫টি নমুনা সংগ্রহ ও ১ হাজার ২৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ২১ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮ জন। এনিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬৪৭৫ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর