শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফ্যাটি লিভার সচেতনতায় রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ১১:২৯ এএম

শেয়ার করুন:

ফ্যাটি লিভার সচেতনতায় রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি

ফ্যাটি লিভার সচেতনতায় হেপাটোলজি সোসাইটি বাংলাদেশের উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) সকালে সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের সামনের সড়ক থেকে ওই র‍্যালি শুরু হয়। এতে হেপাটোলজি সোসাইটি বাংলাদেশের নেতৃবৃন্দ ছাড়াও নার্স এবং স্কাউট সদস্যরা অংশ নেন।


বিজ্ঞাপন


এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ফ্যাটি লিভার সচেতনতায় নানা দিক তুলে ধরেন। সেই সঙ্গে তারা এটিকে ফ্যাটি লিভার বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক বোঝা হিসেবেও উল্লেখ করেন।Rallyজানা গেছে, র‍্যালি পরবর্তী সচেতনতামূলক গোলটেবিল আলোচনাও অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. এ এস এম মতিউর রহমান।

র‍্যালিতে অন্যদের মধ্যে হেপাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো শাহীনুল আলম, ভারপ্রাপ্ত সহ-সভাপতি ডা. মো. মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো গোলাম মোস্তফা, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক মবিন খান, অধ্যাপক ডা. এস হারুন উর রশিদ, আমির খশরু ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন।

ডিএইচডি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর