শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

মে মাসের মধ্যে সুপার স্পেশালাইজড হচ্ছে বিএসএমএমইউ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

মে মাসের মধ্যে সুপার স্পেশালাইজড হচ্ছে বিএসএমএমইউ

চলতি বছরের মে মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিণত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল অব সিঙ্গাপুরের আদলে এটিকে গড়ে তোলা হবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) বিএসএমএমইউর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বিএসএমএমইউ ভিসি বলেন, ‘মে মাসের মধ্যে সুপার স্পেশাইজড হাসপাতালে উদ্বোধন করতে যাচ্ছি। এর মাধ্যমে দেশের কোনো রোগীকে যেন বিদেশে যেতে না হয় সে ব্যবস্থা করবো। ইচ্ছা থাকলে যাবেন কিন্তু প্রয়োজন যেন না হয় সে দিকে লক্ষ্য রাখবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএেএমএমইউকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল অব সিঙ্গাপুরের আদলে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি।’

হাসপাতালের সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, ‘করোনা ব্যবস্থাপনায় বিএসএমএমইউ ব্যাপক সাফল্য অর্জন করেছে। গত দুই বছর যেতে পারেনি বলে রোগীরা বাইরে যায়নি। কিন্তু তারা দেশেই সর্বাধুনিকমানের চিকিৎসা পেয়েছে। করোনাকালে প্রমাণ হয়েছে যে আমাদের সক্ষমতা আছে, দেশের বিশেষজ্ঞরাই সবধরনের চিকিৎসা দিতে পারেন। দেশেই সব রোগের চিকিৎসা সম্ভব। সুপার স্পেশালাইজড হাসপাতাল হলে আমরা এ ধরনের সেবা আরও বড় পরিসরে দিতে পারবো। সাবেক প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) চিকিৎসাও আমাদের হাসপাতালে হয়েছে। তিনি দেশের বাইরে যেতে চাইলেও শেষ পর্যন্ত বাংলাদেশের চিকিৎসকরাই তার চিকিৎসা দিয়েছেন।’

নিজেদের লক্ষ্য তুলে ধরে শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা শিক্ষা, গবেষণা ও সেবার ক্ষেত্রে দেশে এক নম্বর হতে চাই। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে কাজ করছি। আমি শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্ত-কর্মচারীদের সর্বোচ্চ সহায়তা প্রত্যাশা করি। এর মাধ্যমে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল অব সিঙ্গাপুরের মতো হয়ে উঠতে চাই। দেশের স্বাস্থ্যসেবায় সবাইকে সম্পৃক্ত করতে চাই।’

সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়টির বিশেষ সেবার তথ্য জানিয়ে বলেন, ‘আমরা ২৪ ঘণ্টার জন্য স্ট্রোক সেন্টার চালু করেছি। এখানে স্ট্রোকের রোগীরা সার্বক্ষণিক সেবা পাবেন। আমাদের এখানে মারত্মক রোগ স্লিপ অ্যাপনিয়া টেস্ট সেন্টার চালু হয়েছে। রোগীরা আমাদের এখানে এ রোগের চিকিৎসাও গ্রহণ করতে পারবেন। এখানে লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। আমরা সেটার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছি।’

এ সময় বিএসএমএমইউ উপচার্য তার দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ে হওয়া সব উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুল ইসলাম, প্রক্টর ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএইচ/জেবি  

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর