রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্রবণশক্তি হারানোর আগে স্ক্রিনিংয়ের তাগিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৮:২৯ এএম

শেয়ার করুন:

শ্রবণশক্তি হারানোর আগে স্ক্রিনিংয়ের তাগিদ

দেশের অনেক মানুষ ‘ভার্টিগো সমস্যায়’ ভুগছেন জানিয়ে পুরোপুরিভাবে শ্রবণশক্তি হারানোর আগে স্ক্রিনিং বাড়ানোর তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৮ মার্চ) বিএসএমএমইউর মাল্টিপারপাস হলের ৬২৮ নম্বর রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের অটোলজি ডিভিশনের উদ্যোগে উন্নতমানের প্রযুক্তিসমৃদ্ধ ‘অডিও ভেস্টিবুলার সেন্টার’ উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে মাথাঘোরা, ভারসাম্যহীনতায় ভোগা, ভার্টিগো সমস্যায় আক্রান্ত রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসাসেবায় উন্নতমানের প্রযুক্তিসমৃদ্ধ ওই ‘অডিও ভেস্টিবুলার সেন্টার’ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের অটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী ও অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার প্রমুখ।


বিজ্ঞাপন


এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবির্ভাব নাহা।

এমএইচ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর