শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

এমবিবিএস কোর্সের ৪ পরীক্ষার রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৭:৩৪ এএম

শেয়ার করুন:

এমবিবিএস কোর্সের ৪ পরীক্ষার রুটিন প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের মে এবং জুন-২০২৩ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত হয়েছে।


বিজ্ঞাপন


পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত রুটিন অনুযায়ী, মে- ২০২৩ এর প্রথম প্রফেশনাল পরীক্ষা আগামী ৩০ মে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত।

মে ২০২৩ এর দ্বিতীয় প্রফের লিখিত পরীক্ষা ২৮ মে থেকে শুরু হয়ে শেষ হবে ৩০ মে। মে ২০২৩ এর তৃতীয় প্রফের পরীক্ষা ৩১ মে শুরু হয়ে চলবে ৭ জুন পর্যন্ত; জুন ২০২৩ এর চূড়ান্ত প্রফের লিখিত পরীক্ষা ১ জুন শুরু হয়ে চলবে ১৩ মে পর্যন্ত।
সকল পরীক্ষা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রথম প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুন। দ্বিতীয় প্রফের মৌখিক ও প্রয়োগিক ৫ জুন, তৃতীয় প্রফের মৌখিক ও ব্যবহারিক এবং ফাইনাল প্রফের মৌখিক ও প্রয়োগিক পরীক্ষা ১০ জুন অনুষ্ঠিত হবে। আর ফাইনাল প্রফের অবস্ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুন।

এমএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর