শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ১০:১৯ পিএম

শেয়ার করুন:

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ২ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি ৩ জন।

বুধবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৭৯৩ জন। এদের মধ্যে ঢাকায় ৩৮৬ জন এবং ঢাকার বাইরে ৪০৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৭৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর