শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

কিডনি প্রতিস্থাপনে স্বাভাবিক জীবনের আশা ফাহিমের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

কিডনি প্রতিস্থাপনে স্বাভাবিক জীবনের আশা ফাহিমের

দেশের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ও সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. কামরুল ইসলামের অধীনে হাসপাতালটিতে ১৩০০তম কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে মায়ের দেওয়া কিডনিতে স্বাভাবিক জীবনে ফেরার আশা ফাহিম হোসেন নামে এক তরুণের।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় সিকেডি হাসপাতালে এই অধ্যাপক ডা. কামরুল ইসলামের নেতৃত্বে এই কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়।  


বিজ্ঞাপন


সংশ্লিষ্টরা জানায়, অধ্যাপক কামরুল ইসলামের ১৩০০তম কিডনি প্রতিস্থাপনটি হয়েছে ফাহিম হোসেন নামে ২৪ বছর বয়সী এক তরুণের। ফাহিম হাসানের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার। তাকে কিডনি দিয়েছেন তার মা ফাতেমা বেগম (৩৯)। বিকেল সাড়ে ৫টা থেকে অপারেশন শুরু হয়ে প্রায় ঘণ্টা চলে। 

প্রতিস্থাপনের বিষয়ে অধ্যাপক কামরুল বলেন, রোগী ও তার মা ভালো আছেন, আশা করছি খুব শিগগিরই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এটি আমার ১৩০০তম কিডনি প্রতিস্থাপন। এ ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি সে জন্য দোয়া চাই।

এমএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর