বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘৫ শতাংশ মানুষের ক্যানসারের চিকিৎসা নেওয়ার সক্ষমতা আছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১২ এএম

শেয়ার করুন:

‘৫ শতাংশ মানুষের ক্যানসারের চিকিৎসা নেওয়ার সক্ষমতা আছে’

দেশের আর্থসামাজিক পরিস্থিতি কথা চিন্তা করলে মাত্র ৫ শতাংশ মানুষ ক্যানসার চিকিৎসা নিতে পারবে বলে মন্তব্য করেছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও ক্যানসার ইপিডেমিওলজি বিভাগীয় প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘ক্যানসার প্রতিরোধে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


ডা. রাসকিন বলেন, ‘ভালো ফলাফলের জন্য বিভাগীয়ভাবে ক্যানসার হাসপাতাল করতে হবে। নইলে এক জায়গায় ৫ হাজার বেডের হাসপাতাল হলেও লাভ হবে না। বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থা চিন্তা করলে মাত্র ৫ শতাংশ মানুষ ক্যানসারের চিকিৎসা নিতে পারবে। বাকিদের সেই আর্থিক সক্ষমতা নেই।’

ক্যানসার চিকিৎসায় সচেতনতা তৈরি করতে হবে, স্ক্রিনিং করতে হবে, স্বাস্থ্য বিষয়ে ভালো কাজ হলে সেগুলো গণমাধ্যমে প্রচার করতে হবে আর স্বাস্থ্য বিষয়ে অনিয়ম-দুর্নীতি হলে সেগুলোও প্রচার করতে হবে।’

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড অনকোলজি বিভাগের হেড অধ্যাপক ড. কাজী মনজুর কাদের বলেন, ক্যানসার সচেতনতায় আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। বাচ্চা যাতে বেশি না হয়, সেই বার্তা তাদের দিতে হবে। সুষম খাদ্য নিয়ে জনগণকে সচেতন করতে হবে।

এনআইসিআরএইচ-এর প্রাক্তন পরিচালক প্রফেসর ড. গোলাম মোস্তফা বলেন, মানুষের মাথা থেকে পা পর্যন্ত যেকোনো জায়গায় ক্যানসার হতে পারে। এটি যদি সূচনায় ধরা পড়ে তাহলে তা সম্পূর্ণ নিরাময়যোগ্য। এক্ষেত্রে দ্রুত শনাক্ত করা খুবই জরুরি। বিদেশে হেলথ ইনস্যুরেন্স ব্যবস্থা থাকে বলে তাদের চিকিৎসাটা সুন্দর হয়। আমাদের দেশে হেলথ ইনস্যুরেন্স ব্যবস্থা নাই, তাই আমাদের সমস্যা হয়।


বিজ্ঞাপন


এসময় যেকোনো কিছু মানুষের কাছে নিয়ে যেতে হলে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়াতে যত বেশি এই বিষয় প্রচার হবে মানুষ ততো সচেতন হবে।

সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল, নিউজ নেক্সট বিডি ডট কম-এর সম্পাদক নজরুল ইসলাম মিঠু, নাগরিক টেলিভিশনের চিফ রিপোর্টার শাহনাজ শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর