বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

নিপাহ ভাইরাস চিকিৎসায় সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৭:১৯ এএম

শেয়ার করুন:

নিপাহ ভাইরাস চিকিৎসায় সতর্ক থাকার নির্দেশ

নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (৩০ জানুয়ারি) অধিফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন। 


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, বর্তমানে দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দেওয়ায়, দেশের প্রতি হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে আগাত রোগীদের সেবা দেওয়ার জন্য কর্তব্যরত চিকিৎসকদের নিম্নলিখিত নির্দেশনাবলী অনুসরণ পূর্বক চিকিৎসা সেবা প্রদানের জন্য অনুরোধ করা হলো। 

নির্দেশনাগুলো হলো

  • রোগী দেখার সময় আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।
  • রোগী দেখার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে করতে হবে।
  • জ্বরের উপসর্গ দেখা গেলে রোগীকে আবশ্যই আইসোলেশন ওয়ার্ডে রাখতে হবে।
  • জ্বরের সাথে অজ্ঞান অবস্থা দেখা দিলে রোগীকে সংশ্লিষ্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখতে হবে।
  • আইসিইউতে থাকার সময় রোগীর পরিচর্যাকারীরা শুধুমাত্র গ্লাভস, মাস্ক পরিধান করলেই হবে। কারণ নিপাহ ভাইরাসে আক্রান্ত
  • রোগীর থেকে বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় না।
  • যেহেতু আইসিইউতে রেখে এই রোগীর চিকিৎসা করা যায়, এ জন্য রেফার্ড করার প্রয়োজন নেই।
  • কোনো প্রকার তথ্যের জন্য স্বাস্থ্য অধিদফতরের কল সেন্টারে ১৬২৬৩/৩৩৩ যোগাযোগ করবেন।

এমএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর