সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যানসার রোগীদের সুবিধায় রেডিওথেরাপির ২ শিফট হবে বিএসএমএমইউতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

ক্যানসার রোগীদের সুবিধায় রেডিওথেরাপির ২ শিফট হবে বিএসএমএমইউতে

ক্যানসার রোগীদের সুবিধার পাশাপাশি সেবার মান নিশ্চিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে দুই শিফট চালুর কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিএসএমএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা জানান তিনি। 


বিজ্ঞাপন


‘ট্রেনিং কোর্স অন থ্রিডিসিআরটি ফর ব্রেস্ট ক্যানসার অ্যান্ড গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সিস’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন বিএসএমএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ্।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমানে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের অনেক রোগী সেবা নিতে আসেন। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক লিনিয়ার এক্সেলেটর না থাকায় আমরা চাহিদা মোতাবেক সেবা দিতে পারছি না। আশা করি, বর্তমান গতিশীল প্রশাসনের প্রধান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আমাদের প্রয়োজনীয় সংখ্যক লিনিয়ার এক্সেলেটর মেশিন ও লোকবল বৃদ্ধি করবেন।’

>> আরও পড়ুন: মাতৃমৃত্যুসহ নানা সমস্যা রোধে ‘থ্রি-জিরোস’ অ্যাকশনের যাত্রা

পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘ক্যানসার রোগীদের সেবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে দুই শিফট চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় কাজগুলো প্রায় শেষের পথে। এ শিফটিংয়ের কাজে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোস্টারভিত্তিক দায়িত্ব পালন করবে। এছাড়া প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।’


বিজ্ঞাপন


অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসার মানোন্নয়ন জন্য বর্তমান প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। এখান থেকে চিকিৎসক-নার্সদের বিদেশে প্রশিক্ষণ ও বিদেশ থেকে প্রশিক্ষক এনে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আমরা চাই প্রশিক্ষিত জনবল অন্যদেরও প্রশিক্ষণ প্রদান করুক।’

>> আরও পড়ুন: রোগ প্রতিরোধে সক্ষম মুখে খাওয়া নতুন পোলিও টিকা: গবেষণা

এ সময় ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি (আইএইএ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের রেডিওথেরাপি সেন্টারকে দেশের ট্রেনিং সেন্টার হিসেবে নির্ধারণ করায় আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানকে বিভাগটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এ দিন ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি বিভিন্ন ক্যানসার সেন্টারের ৩০ জনেরও বেশি ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক এই কর্মশালায় অংশ নেন। এতে আইএইএ এক্সপার্ট হিসেবে ভারতের টাটা মেমোরিয়াল সেন্টারের রেডিয়েশন অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. তাবাসুম ওয়াদাসাদওয়ালা, ভারতের দি অ্যাডভান্সড সেন্টার ফর ট্রিটমেন্ট, রিসার্চ অ্যান্ড ইডুকেশন ইন ক্যানসার (এসিটিআরইসি) মেডিকেল ফিজিস্ট এমএস রীনা দেবী, বিএসএমএমইউর অনকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল বারী, অধ্যাপক ডা. সারোয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, ঢাকা মেডিকেল কলেজের রেডিও থেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাঈদ হোসেন প্রমুখ অংশগ্রহণকারী চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করেন।

এমএইচ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর