মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

ক্যান্সার প্রতিকারের চেয়ে প্রতিরোধে মনোযোগী হওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

ক্যান্সার প্রতিকারের চেয়ে প্রতিরোধে মনোযোগী হওয়ার পরামর্শ

ক্যান্সার রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সেই সঙ্গে বিএসএমএমইউ ক্যান্সার রোগীদের কষ্ট লাঘবে কাজ করে চলেছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এফ ব্লক ক্যান্সার ভবনে ‘ট্রেনিং কোর্স ফর থ্রিডিসিআরটি ইন হেড নেক অ্যান্ড থোরাসিক ক্যান্সার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগীদের সেবার জন্য সবসময় আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে আসছে। ক্যান্সারের চিকিৎসায় বর্তমানে রেডিওথেরাপি, কেমোথেরাপি প্রয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদের কষ্ট লাঘবে লেটেস্ট প্রযুক্তি যুক্ত করা হবে। আমাদের রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করার দিকে বেশি মনোযোগী হতে হবে।’

>> আরও পড়ুন: ক্যান্সার হাসপাতালে বাসা বরাদ্দে ‘অনিয়ম’

ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ আয়োজিত ওই কর্মশালায় ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সির (আইএইএ) হয়ে অংশগ্রহণকারী চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জে পি আগরওয়াল, টাটা মেমোরিয়াল হসপিটালের মেডিকেল ফিজিস্ট জোগেশ গাধী, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ হোসেন।


বিজ্ঞাপন


BSMMUবিএসএমএমইউর অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল বারীর সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, মেডিকেল অনকোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. সারোয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লা, সুপার স্পেশালাইজড হাসপাতাল ফেজ-২ এর প্রকল্প পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর