শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

দেশে দ্রুত ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট শুরুর আশাবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

দেশে দ্রুত ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট শুরুর আশাবাদ
ছবি: সংগৃহীত

দ্রুততম সময়ের মধ্যে দেশে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট শুরু করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সেলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুর রহমান দুলাল। এই প্রক্রিয়ায় একজন ব্রেন ডেথ ব্যক্তি অঙ্গদানের মাধ্যমে একাধিক রোগীর জীবন বাঁচানো সম্ভব হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে জাতীয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট বিষয়ক গোল টেবিল বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। 


বিজ্ঞাপন


অধ্যাপক দুলাল জানান, জাতীয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে আমাদের দেশে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের কাজ অনেক দূর এগিয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে দেশে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট শুরু হবে। 

সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়িত হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

এর আগে বিএসএমএমইউর শহিদ ডা. মিল্টন হলে জাতীয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট কমিটির বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেল এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আশরাফুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এমএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর