শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

মৃত্যুহীন দিনে আরও ৯৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

মৃত্যুহীন দিনে আরও ৯৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসে একটি মৃত্যুশূন্য দিন দেখল দেশ। গত একদিনে নতুন করে কারও প্রাণ কাড়েনি অদৃশ্য ভাইরাসটি। তবে এই সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯৩ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৬৯৭ জনে। আর প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ৩১৫ জনেই আছে।

শুক্রবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ২ হাজার ৭৫০টি নমুনা সংগ্রহ করা হয়। আগের সংগ্রহ করা নমুনাসহ মোট ২ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৩৭ শতাংশ। আর মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৭৩ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ৫৩ হাজার ১১১ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেখানে তাণ্ডব চালানোর পর বিশ্বে দুই শতাধিক দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। সেদিন তিনজনের দেশে ভাইরাসটির উপস্থিতির কথা জানানো হয় আইইডিসিআরের পক্ষ থেকে। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কারও মৃত্যু হয়।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর