শুক্রবার, ৩ মে, ২০২৪, ঢাকা

ক্যাডারভুক্ত হলেন ১৯৮৯ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

ক্যাডারভুক্ত হলেন ১৯৮৯ চিকিৎসক
ফাইল ছবি

স্বাস্থ্য অধিদফতরের অধীনে কর্মরত এক হাজার ৯৮৯ চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অন্তর্ভূক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘বিসিএস (স্বাস্থ্য) গঠন ও ক্যাডার বিধিমালা, ১৯৮০’ এবং The Bangldesh Civil Service Recruitment Rules, 1981 এর সংশোধন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ মে ২০২২ তারিখের এসআরও নং-১১৩-আইন/২০২২ এর আলোকে স্বাস্থ্য অধিদফতরের অধীন ১৯৮৯ চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত করা হলো।’

ক্যাডারভুক্ত হওয়া চিকিৎসকদের প্রজ্ঞাপনটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

জনস্বার্থে জারি করা এই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, অধিদফতরের প্রশাসন ও এমআইএস পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

এমএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর