শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বুস্টার ডোজের আওতায় ৪ কোটির অধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ০৯:১৪ এএম

শেয়ার করুন:

বুস্টার ডোজের আওতায় ৪ কোটির অধিক মানুষ

মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে চলামান টিকা কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট ৪ কোটি ১ লাখ ২৬ হাজার ২৫০ জন টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৭২৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে মঙ্গলবার (২ আগস্ট) এ তথ্য জানা যায়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, মঙ্গলবার সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ১৯ হাজার ৮৯১ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৭ হাজার ৮৬০ জনকে এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৭২৩ জনকে।

করোনা সংক্রমণ ঠেকাতে টিকা কার্যক্রমের শুরুর পর এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৯৭ লাখ ৩৩ হাজার ৯৬৫ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ১২ কোটি ৬ লাখ ৩ হাজার ৯৬০ জন মানুষ। এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৪ কোটি ১ লাখ ২৬ হাজার ২৫০ জন।

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

এছাড়া ২০২১ সালের ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। অধিদফতর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার ২৬ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৬১ লাখ ১ হাজার ১১০ জন। গত এক দিনে ১৪৮ শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছে। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৬২৩ জন। তবে এখন পর্যন্ত কাউকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।


বিজ্ঞাপন


এদিকে দেশে এ পর্যন্ত তিন লাখ ৭৫ হাজার ৭৯ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

এমএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর