দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিফতরের হেল্থ ইর্মাজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে (ঢামেক) দুই বছর বয়সের ছেলে শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি সাভারের ধামরায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৯ জন রোগী ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ৭ জন, চট্রগ্রামে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ জন ও খুলনায় ৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছর এখন পর্যন্ত মোট ৮০৯ জন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫০৪ জন পুরুষ ও ৩০৫ জন নারী রয়েছেন।
ডেঙ্গু পরিসংখ্যান আরও বলছে, চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ঢাকায়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যথাক্রমে আক্রান্তের সংখ্যা ১৩৩ ও ১৩২। এছাড়া ঢাকা সিটি করপোরেশনের বাইরে ১১৯ জন আক্রান্ত হয়েছেন। এরপর চট্রগ্রামে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৮৩ জন।
এএম

