ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৫ ডিসেম্বর ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায়, সরকারি-বেসরকারি সব হাসপাতালকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের জন্য দেশের সব হাসপাতালের জরুরি বিভাগ, চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখার নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য জনসমাগম ও উদ্ভূত যে-কোনো পরিস্থিতি মোকাবিলায় ঢাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সিভিল সার্জন, ঢাকা এবং ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) প্রয়োজনীয় মেডিকেল টিম মোতায়েন করবেন। একইসঙ্গে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সব হাসপাতাল প্রধানকে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাসপাতালগুলোকে যে-কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে।
এছাড়া ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য দেশের সব হাসপাতালের ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।
নির্দেশনায় বলা হয়, সব জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে। এই তিন দিন হাসপাতাল প্রধানদের অবশ্যই কর্মস্থলে উপস্থিত থাকতে হবে এবং কোনো ধরনের ছুটি নেওয়ার আগে মহাপরিচালকের অনুমোদন নিতে হবে।
রাজনৈতিক সহিংসতার কারণে কোনো রোগী হাসপাতালে এলে, দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করারও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে ওই রোগীর তথ্য পরিচালক (হাসপাতাল) এবং মহাপরিচালককে তাৎক্ষণিকভাবে জানানোর জন্যেও নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া যে-কোনো জনসমাগমে স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সাজানো হয়েছে মঞ্চ, এরমধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ।
এসএইচ/ এজে

