রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১১০০ বাতের রোগী পেলেন পিএনআরএফআরের সেবা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

B
শরীয়তপুরের ভেদরগঞ্জের শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজে হেলথ ক্যাম্পে রোগী দেখছেন চিকিৎসকরা। ছবি- ঢাকা মেইল

প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই বিনামূল্যের হেলথ ক্যাম্পে ১১ শতাধিক অসহায় মানুষ চিকিৎসকদের ব্যবস্থাপত্র পেয়েছেন। একই সঙ্গে রোগ অনুযায়ী প্রত্যেককে বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধও প্রদান করা হয়েছে।

শুক্রবার (৫ডিসেম্বর) শরীয়তপুরের ভেদরগঞ্জের শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


B

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কাউন্সিলর ও শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেনের সৌজন্যে হেলথ ক্যাম্প পরিচালনা করেন পিএনআরএফআর ট্রাস্টের চেয়ারম্যান বাতরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস। সঙ্গে রিউমাটোলজিস্ট ডা. বুদ্ধদেব সরকারসহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েরর ১৭ জন চিকিৎসক।

এছাড়া উপস্থিত ছিলেন- ট্রাস্টের সেক্রেটারি ড. পিযুষ বিশ্বাস, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খোকন, জুবায়ের আহমেদ, মো. বুরহান উদ্দিন, মো. সামিউল হক, বোরহান উদ্দিন, কাজি মনজুর সাকলায়েনসহ মর্ডান ওয়ান স্টপ আথ্রাইটিস কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের (এমওএসিএন্ডআরসি) স্টাফরা।

B2


বিজ্ঞাপন


৩৪ জনের মেডিকেল টিম সফলতার সঙ্গে এবং স্থানীয়দের সহযোগিতায় সকাল থেকে রাত অবধি হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়।

পিএনআরএফআরের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছি। ভবিষ্যতে ট্রাস্টের মাধ্যমে আরও বিস্তৃতভাবে এই ধরনের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা শুধু বাত রোগীদের চিকিৎসায় সহায়তা দিচ্ছি না, অন্যান্য দূরারোগ্য রোগীদের জন্য এককালীন চিকিৎসা সহায়তা, গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, উত্তরবঙ্গে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু, শীতবস্ত্র বিতরণ ও বন্যার্তদের সহায়তাও করছি। যারা আমাদের এই কাজে সহযোগিতা করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

B3

ক্যাম্পে উপস্থিত চিকিৎসকরা বাত ব্যথা এবং অন্যান্য বাতজনিত রোগ সম্পর্কে রোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। এছাড়া তারা বাত রোগের প্রাথমিক লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও রোগীদের অবহিত করেন।

হেলথ ক্যাম্প শেষে শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন বলেন, এমন সুনির্দিষ্ট রোগ নিয়ে দিনভর ১১০০ মানুষকে নিরবিচ্ছিন্নভাবে সেবা দেওয়ার ঘটনা বিরল। এটা আমাদের এলাকার জন্য ইতিহাস। আমরা এর জন্য ট্রাস্ট্রের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর