মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

গলায় ফোলা: উপেক্ষা করবেন না, হতে পারে গুরুতর রোগের লক্ষণ

ডা. তারেক মোহাম্মদ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

গলায় ফোলা: উপেক্ষা করবেন না, হতে পারে গুরুতর রোগের লক্ষণ

গলার বাইরের দিকে যদি কোনো পিণ্ড বা ফোলা দেখেন, তবে তাকে সাধারণ ফোলা বা গ্ল্যান্ডের সমস্যা ভেবে উপেক্ষা করবেন না। এটি হতে পারে একটি গুরুতর রোগের প্রাথমিক লক্ষণ, বিশেষত যদি রোগী বয়স্ক হন। সময়মতো সচেতনতা ও রোগ নির্ণয় জীবন বাঁচাতে পারে।

বয়স্কদের গলায় বা ঘাড়ে ফোলা কেন চিন্তার কারণ?

গলায় ফোলা বা চাকা (Lump in the neck) বিভিন্ন কারণে হতে পারে—যেমন সাধারণ সংক্রমণ, থাইরয়েড সমস্যা, বা লিম্ফ নোড ফুলে যাওয়া। কিন্তু ৫৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে, যদি এই ফোলাটি কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখায়, তবে এটি মাথা ও ঘাড়ের ক্যানসারের (Head and Neck Cancer) লক্ষণ হতে পারে।

যে লক্ষণগুলো দেখলে দ্রুত সতর্ক হবেন:

১. যদি গলার বাইরের দিকের ফোলাটির সাথে নিচের এক বা একাধিক লক্ষণ ২-৩ সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

২.ব্যথাহীন পিণ্ড: ফোলাটি সাধারণত ব্যথাহীন হয় এবং ধীরে ধীরে বড় হতে থাকে। এটি ঘাড়ের যেকোনো অংশে, বিশেষ করে চোয়ালের নিচে বা কানের পিছনে দেখা যেতে পারে।


বিজ্ঞাপন


৩. দীর্ঘস্থায়ী কণ্ঠস্বরের পরিবর্তন: স্বরভঙ্গ বা কর্কশতা যা ২ সপ্তাহের বেশি স্থায়ী হয়েছে।

৪. গিলতে অসুবিধা (Dysphagia): খাবার বা তরল গিলতে ব্যথা বা অসুবিধা হওয়া। মনে হওয়া যেন গলায় কিছু আটকে আছে।

৫. অবিরাম গলা ব্যথা: এমন গলা ব্যথা যা সাধারণ চিকিৎসায় বা অ্যান্টিবায়োটিকেও সারছে না।

৬. অকারণ ওজন হ্রাস: কোনো কারণ ছাড়াই দ্রুত ওজন কমে যাওয়া।

৭. দীর্ঘস্থায়ী কাশি: কফ বা লালার সাথে মাঝে মাঝে রক্ত আসা।

 ৮.এক কানে ব্যথা: গলায় টিউমারের কারণে এক কানে অসহনীয় ব্যথা হওয়া।

মনে রাখবেন:

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যানসারের ঝুঁকিও বাড়ে। গলার বাইরে পিণ্ড বা চাকা দেখা দিলে ভয় না পেয়ে দ্রুত নাক-কান-গলা (ENT) বিশেষজ্ঞ বা হেড-নেক ক্যানসার বিশেষজ্ঞের কাছে যান। যত দ্রুত রোগ নির্ণয় হবে, তত দ্রুত এবং সফলভাবে চিকিৎসা সম্ভব হবে। 

লেখক: সহকারী অধ্যাপক, নাক কান গলা বিভাগ, পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতাল, ধানমন্ডি ২, ঢাকা

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর