রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুপারনিউমারারি পদোন্নতি: সহযোগী অধ্যাপক হলেন ১০২ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

health
সুপারনিউমারারি পদোন্নতি: সহযোগী অধ্যাপক হলেন ১০২ চিকিৎসক

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১০২ জন চিকিৎসকে সহযোগী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি এ পদোন্নতি দিয়েছে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।


বিজ্ঞাপন


এদিকে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর চতুর্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৮ অক্টোবর মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ রয়েছেন চর্ম ও যৌন বিভাগের ২৭ জন, এরপর রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে ২০ জন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ১১ জন, এন্ডোক্রাইনোলজি বিভাগে নয়জন, রেডিওথেরাপি বিভাগে আটজন,হেমাটোলজি বিভাগে আটজন, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিকস বিভাগে সাতজন,কার্ডিয়াক সার্জারি বিভাগে সাতজন ও ভাইরোলজি বিভাগে তিনজন রয়েছেন।

এ ছাড়া ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন ও থোরাসিক সার্জারি বিভাগে একজন করে চিকিৎসক রয়েছেন।


বিজ্ঞাপন


এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর