শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডেঙ্গুতে ছয় মাসের অন্তঃসত্ত্বা নার্সের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে ছয় মাসের অন্তঃসত্ত্বা নার্সের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় মাসের অন্তঃসত্ত্বা জাতীয় হৃদরোগ ফাউন্ডেশনের সিনিয়র স্টাফ নার্স সালমা আক্তার।

বুধবার (৮ অক্টোবর) বিকেলের দিকে মারা যান তিনি। সালমা আক্তারের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়।


বিজ্ঞাপন


জানা গেছে, বেশ কিছুদিন আগে জ্বর আক্রান্ত সালমা আক্তার। পরে ডেঙ্গু পরীক্ষা করা হলে শরীরে ডেঙ্গু ধরা পড়ে এবং ক্রমান্বয়ে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

সালমা আক্তারের বয়স হয়েছিল ৩০ বছর। মৃত্যুকালে তিনি তিন বছর বয়সী এক পুত্র, স্বামী , পিতা-মাতাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে সালমা আক্তারের অকাল ও বেদনাদায়ক মৃত্যুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পরিবার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর