রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রায়ালে সফল রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

ট্রায়ালে সফল রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন

প্রাক-ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হয়েছে রাশিয়ার তৈরি ক্যানসার ভ্যাকসিন। এতে ভ্যাকসিনটির নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ভ্যাকসিনটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত হলেও আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আছে।

রাশিয়ার ভ্লাদিভোস্তকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামে এই তথ্য দিয়েছেন ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিকাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্তসোভা। খবর তাস নিউজের।


বিজ্ঞাপন


নতুন ভ্যাকসিনটির নাম এন্টারোমিক্স। এটি তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তিতে তৈরি এই ভ্যাকসিন টিউমারের আকার প্রায় পুরোপুরি কমাতে ও শরীরে বিশেষ ধরনের প্রোটিন উৎপাদনের মাধ্যমে ক্যানসার কোষগুলোকে আক্রমণ করতে সাহায্য করে। এমআরএনএ প্রযুক্তির মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করা হয় ও তারপর এটি বিশ্বব্যাপী পরিচিত লাভ করে।

স্কভোর্তসোভা জানান, পরীক্ষায় দেখা গেছে ভ্যাকসিনটি নিরাপদ, এমনকি বারবার প্রয়োগের ক্ষেত্রেও কোনো ঝুঁকি নেই। একই সঙ্গে ক্যানসার চিকিৎসায় এর কার্যকারিতা উল্লেখযোগ্য।

গবেষণায় দেখা গেছে, টিউমারের আকার ছোট হয়েছে এবং অগ্রগতি ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমেছে। এতে রোগীদের বেঁচে থাকার হারও বেড়েছে।

প্রথমে এই ভ্যাকসিন ব্যবহার হবে কোলোরেক্টাল ক্যানসারের চিকিৎসায়। পাশাপাশি গ্লিওব্লাস্টোমা ও মেলানোমার কিছু ধরন, বিশেষ করে চোখের মেলানোমার জন্যও ভ্যাকসিন তৈরির কাজ দ্রুত এগোচ্ছে। এগুলো এখন উন্নয়নের অগ্রসর পর্যায়ে রয়েছে।


বিজ্ঞাপন


ভ্লাদিভোস্তকে ৩ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ১০ম ইস্টার্ন ইকোনমিক ফোরাম। এবারের প্রতিপাদ্য ছিল ‘দূরপ্রাচ্য: শান্তি ও সমৃদ্ধির জন্য সহযোগিতা’। ৭৫টির বেশি দেশ ও অঞ্চলের আট হাজার চারশর বেশি প্রতিনিধি ফোরামে অংশ নেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর