রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশে প্রতি বছর তামাক কেড়ে নিচ্ছে দেড় লাখ প্রাণ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

Tamak
ধূমপানে শরীরে নানা জটিল রোগের সৃষ্টি হয়। ফাইল ছবি।

বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে দেড় লাখেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে এবং কয়েক লাখ মানুষ অঙ্গহানিসহ পঙ্গুত্বের শিকার হচ্ছেন। প্রতিদিন কোটি কোটি মানুষ পরোক্ষ ধূমপানের ক্ষতির সম্মুখীন হলেও তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বিলম্ব জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে— এমন আশঙ্কা চিকিৎসকদের।

শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর রোডের গণস্বাস্থ্য নগর হাসপাতালের এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে ‘অধূমপায়ীদের সুরক্ষায় দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের গুরুত্ব: চিকিৎসকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য উঠে আসে।


বিজ্ঞাপন


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। 

তিনি জানান, বিদ্যমান আইনের সংশোধনী প্রক্রিয়ায় তামাক কোম্পানির মতামত গ্রহণ গ্রহণযোগ্য নয়। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের আর্টিকেল ৫.৩ এর সরাসরি লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই সরকারকে অবিলম্বে কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত সংশোধনী অনুমোদনের আহ্বান জানান তারা।

অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, বাংলাদেশে প্রতি বছর এক লাখ ৬১ হাজারের বেশি মানুষ তামাকজনিত রোগে মারা যাচ্ছেন এবং প্রায় চার লাখ মানুষ পঙ্গুত্বের শিকার হচ্ছেন। প্রতিদিন প্রায় তিন কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে আইন সংশোধনে বিলম্ব করা মানে জনস্বাস্থ্যের প্রতি চরম অবহেলা করা। 

তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার স্টেকহোল্ডার মিটিংয়ের নামে তামাক কোম্পানির মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ কাঠামো সনদের আর্টিকেল ৫.৩-এর সুস্পষ্ট লঙ্ঘন। এটি জনগণের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে।


বিজ্ঞাপন


গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম, গণস্বাস্থ্য নগর হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. সাঈদ-উজ-জামান, অধ্যাপক ডা. মুজিবুল হক, অধ্যাপক আকরাম হোসেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়ক ডা. অরুনা সরকার, সিনিয়র কমিউনিকেশনস অফিসার আবু জাফরসহ বিভিন্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

Tamak
‘অধূমপায়ীদের সুরক্ষায় দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের গুরুত্ব: চিকিৎসকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার।

অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, প্রতিদিন গড়ে ৪৪২ জন মানুষ তামাকজনিত কারণে অকালে মারা যাচ্ছেন। এই প্রতিরোধযোগ্য মৃত্যু রোধে আইন সংশোধনে বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর দায়ভার সরকারকেই নিতে হবে। 

তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ কাঠামো সনদের প্রথম স্বাক্ষরকারী দেশ হয়েও বর্তমানে তামাক কোম্পানির মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, যা জনস্বার্থবিরোধী। তামাক কোম্পানির লক্ষ্য কেবল মুনাফা, জনস্বাস্থ্য নয়। তাই তাদের কোনো মতামত গ্রহণ করা মানেই জনগণের স্বার্থকে উপেক্ষা করা।

ডা. হাবিবুল্লাহ বলেন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন তামাকবিরোধী আন্দোলনে কাজ করেছেন। ১৯৭০-এর দশকেই গণস্বাস্থ্যের চাকরির বিজ্ঞপ্তিতে ধূমপায়ীদের আবেদন না করার শর্ত জারি করেছিলেন তিনি। গণস্বাস্থ্য ভবিষ্যতেও একইভাবে তামাক নিয়ন্ত্রণে কাজ করে যাবে বলে আশ্বাস দেন তিনি।

সেমিনারে চিকিৎসকরা জানান, বিদ্যমান আইনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বাতিল করে শতভাগ পাবলিক প্লেস ও গণপরিবহন ধূমপানমুক্ত করা, তামাক বিক্রয়স্থলে প্রদর্শনী নিষিদ্ধ করা, তামাক কোম্পানির করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা, ই-সিগারেটসহ নতুন প্রজন্মের তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ করা, স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা এবং খুচরা, মোড়কবিহীন ও খোলা তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

সেমিনারে তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন এবং তামাক কোম্পানির সঙ্গে সরকারের বৈঠক বাতিলের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের চিকিৎসকরা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সেমিনারটি আয়োজন করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর