দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২১ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন। এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৬ আগস্টের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ রয়েছেন নিউরোলজি বিভাগের, মোট ৩২ জন। এরপর পেডিয়াট্রিক সার্জারি বিভাগের ১৯, গাইনোকলিজ্যাল অনকোলজির ১৫ এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ১৩ জন চিকিৎসক। চিলড্রেন অ্যান্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি এবং থোরাসিক সার্জারির রয়েছেন আটজন করে। এ ছাড়া ব্লাড ট্রান্সফিউশন ও ট্রান্সফিউশন মেডিসিন সাত এবং ক্লিনিক্যাল প্যাথলজির তিনজন চিকিৎসক রয়েছেন।
আর ইউরোগাইনোকলজি এবং চাইল্ড অ্যাডোলসেন্ট অ্যান্ড ফ্যামেলি সাইকিয়াট্রির রয়েছেন পাঁচজন করে। একজন করে রয়েছেন ছয়টি বিভাগের। এগুলো হলো— ইন্টারভেনশনাল কার্ডিওলজি, ইমিউনোলজি, ওরাল মেডিসিন, ক্যান্সার ইপিডিমিওলজি, জেরিয়াট্রিক অ্যান্ড অর্গানিক সাইকিয়াট্রি এবং জেরিয়াট্রিক সাইকিয়াট্রি।
বিজ্ঞাপন
এসএইচ/এফএ

