রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যান্সারের চিকিৎসা: বিএমইউতে জেনেটিক টেস্ট-কাউন্সেলিং বিষয়ক আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

ক্যান্সারের চিকিৎসা: বিএমইউতে জেনেটিক টেস্ট-কাউন্সেলিং বিষয়ক আয়োজন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘ক্যান্সার জেনেটিক টেস্ট ও কাউন্সেলিং: ধারণা, প্রয়োগ ও ক্লিনিক্যাল ব্যাখ্যা’ শীর্ষক বিশেষ লেকচার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে এই লেকচার অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে ক্যান্সার রোগের নির্ণয় ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় জেনেটিক টেস্টিং ও কাউন্সেলিংয়ের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন মলিক্যুলার অনকোলজিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আয়ুব।

বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেনের সঞ্চালনায় লেকচার অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে যৌথ সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

এ ছাড়া এই ধরনের উদ্যোগ বাংলাদেশের ক্যান্সার গবেষণা, জেনেটিক কাউন্সেলিং ও পার্সোনালাইজড থেরাপির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

বৈজ্ঞানিক এই আলোচনায় ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের শিক্ষক, রেসিডেন্ট ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর