সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও নতুন করে আরও ৩৭৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১ জন।
এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, চট্টগ্রামে ৩৩ জন, রাজশাহীতে ৫৫ জন, খুলনায় ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৯ জন, ময়মনসিংহ ও রংপুরে ৩ জন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ৩৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৮৫ জনে। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।
বিজ্ঞাপন
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৮ জন।
তুলনামূলকভাবে, গত বছর (২০২৪ সালে) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর, ২০২৩ সালে এই রোগে প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন, আর আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এফএ

