রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

solimullah
নিরাপত্তা জোরদারের দাবি চিকিৎসকদের। ছবি: সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) ‘শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) দুপুরে মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এই ঘোষণা দেন তারা।


বিজ্ঞাপন


হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় মিটফোর্ডে বহিরাগতদের প্রবেশ ঠেকানো ছাড়াও ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানান শিক্ষার্থীরা।

এদিকে নিরাপত্তাহীনতায় এক দিনের কর্মবিরতিতে গিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (১২ জুলাই) রাতে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেন মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী।

এর আগে ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে প্রকাশিত সাধারণ বিবৃতিতে বলা হয়, আমরা মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ক্যাম্পাস ও হাসপাতালের চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে রোববার সকাল আটটা থেকে একদিনের কর্মবিরতিতে যাচ্ছি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

গত বুধবার (৯ জুলাই) মিটফোর্ডের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ৩ নম্বর গেইটের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এরপর থেকেই এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


বিজ্ঞাপন


এসএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর