শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্তের হার ১১ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্তের হার ১১ ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ৮৭৪ জন। শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১৩৩ জনে।


বিজ্ঞাপন


একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ৭ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষায় তাদের ধরা পড়ে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ।

তাদের নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এর তিন মাস পর ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়। প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর