রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যান্সার চিকিৎসায় দক্ষতা বাড়াতে বিএমইউতে দু’দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

ক্যান্সার চিকিৎসায় দক্ষতা বাড়াতে বিএমইউতে দু’দিনব্যাপী কর্মশালা

স্তন এবং মলদ্বার সংলগ্ন অন্ত্রের ক্যান্সারের আধুনিক চিকিৎসায় রেডিওথেরাপির কার্যকর ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) দু’দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিভাগের বেসমেন্টে ‘এভিডেন্স-বেইসড রেডিওথেরাপি প্ল্যানিং ইন রেক্টাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার’ শীর্ষক এই কর্মশালা শুরু হয়। দু’দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে শনিবার (১২ জুলাই)।


বিজ্ঞাপন


প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

দেশে ক্রমবর্ধমান ক্যান্সার রোগীর প্রেক্ষাপটে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্যান্সার বিশেষজ্ঞ, রেডিওথেরাপিস্ট, মেডিকেল ফিজিসিস্ট ও অনকোলজিস্টরা অংশ নেন।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর