শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

‘জুলাই আন্দোলনে আহতদের শরীরের বুলেট সরানো সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

‘জুলাই আন্দোলনে আহতদের শরীরের বুলেট সরানো সম্ভব নয়’

জুলাই আন্দোলনে আহতদের শরীরে এখনো যেসব বুলেট বা পিলেট রয়ে গেছে সেগুলো সরানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

শনিবার (৫ জুলাই) রাজধানীর পান্থপথে আহতদের পুনর্বাসন ও চিকিৎসা-সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য তুলে ধরেন।


বিজ্ঞাপন


সভায় অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, আহতদের শরীরে যেসব পিলেট বা বুলেট রয়ে গেছে, সেগুলো অপসারণ করা সম্ভব নয়। অনেকের শরীরে ১০০ থেকে ২০০ পর্যন্ত পিলেট রয়েছে। এগুলো বের করতে গেলে শরীরের টিস্যুতে যতোটা ক্ষতি হবে, তার চেয়েও বেশি ক্ষতি হবে অপারেশন করার সময়। ফলে অধিকাংশ চিকিৎসকই মনে করেন, সেগুলো শরীরে রেখে দেওয়াই নিরাপদ।

তিনি আরও বলেন, দেশে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চটুকু দিয়েই আহতদের সেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সবদিক থেকে বিবেচনা করে চিকিৎসা দিয়েছি। এখন মূল চ্যালেঞ্জ হলো তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা।

চিকিৎসদের চেষ্টার কথা তুলে ধরে অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, যাদের শরীরে এই পিলেটগুলো রয়ে গেছে তাদের শারীরিক-মানসিক কষ্ট আমরা বুঝতে পারছি। কিন্তু এটা সমাধান অযোগ্য। চিকিৎসা বিজ্ঞানে এটার এই মুহূর্তে কোনো সমাধান নেই।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর