শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

মলিকুলার ডায়াগনোসিস ও টার্গেটেড ক্যান্সার থেরাপি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

মলিকুলার ডায়াগনোসিস ও টার্গেটেড ক্যান্সার থেরাপি বিষয়ক কর্মশালা

বিভিন্ন মলিকুলার ডায়াগনোসিস ও রোগ নির্ণয়ে দক্ষ জনশক্তি তৈরি এবং দেশ ও বিদেশে কর্মরত অভিজ্ঞদের সঙ্গে শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, কর্মশালায় অর্জিত দক্ষতা দেশের চিকিৎসা ও গবেষণা খাতকে এগিয়ে নিতে সাহায্য করবে।

শনিবার (৫ জুলাই) হাবিবুল্লাহ বাহার কলেজের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগ ও হিউম্যান জেনেটিকস রিসার্স ও ট্রেইনিং সেন্টারের যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যান্সারসহ বিভিন্ন মলিকুলার ডায়াগনোসিস ও রোগ নির্ণয়ে দক্ষ জনশক্তি তৈরি ও একইসঙ্গে দেশ ও বিদেশে কর্মরত অভিজ্ঞদের সঙ্গে শিক্ষার্থীদের একটি মেলবন্ধন তৈরি করা, যা দেশের চিকিৎসা ও গবেষণা খাতকে এগিয়ে নিতে সাহায্য করবে।

এছাড়াও এই খাতে রোগীদের প্রচলিত চিকিৎসা ও রোগ নির্ণয় থেকে বেরিয়ে এসে নির্ভুল রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার মানোন্নয়নও এই আয়োজনের একটি বিশেষ লক্ষ্য।

মলিকুলার ডায়াগনোসিস ও টার্গেটেড ক্যান্সার থেরাপি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) ইমরুল কায়েস, বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য কমিউনিটি-বেসড ক্যান্সার হসপিটালের প্রোজেক্ট কো-অর্ডিনেটর, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) ক্যান্সার এপিডোমলোজির প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলোজি বিভাগের অধ্যাপক সোসাইটি অব মাইক্রোবায়োলোজিস্ট’র সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ মনজুরুল করিম, ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্স সেন্টারের (বিএমআরসি) প্রোজেক্ট ডিরেক্টর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হিউম্যান জেনেটিক্স রিসার্স অ্যান্ড ট্রেইনিং সেন্টার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুর রহমান।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এক্সিং গ্রুপ হোল্ডিংস প্রো. লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক এবং সিইও ড. পল মেইনওয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদার ও অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

এছাড়াও ওয়ার্কশপে ডাক্তার, বায়োকেমিস্ট ও বায়োটেকনোলজিস্টসহ লাইফ বায়োসাইন্সের বিভিন্ন অনুষদের গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্স সেন্টারের (বিএমআরসি) প্রোজেক্ট ডিরেক্টর ড. শাহিদুল ইসলাম বলেন, রোগ নির্ণয় এবং চিকিৎসার বিস্ময়কর আবিষ্কার, যেগুলো অদূর ভবিষ্যতে বাংলাদেশে ব্যবহৃত হতে যাচ্ছে; সেই প্রক্রিয়াগুলো ব্যবহার করার জন্য দক্ষ পেশাজীবী দরকার। সেই দক্ষতা অর্জনে দরকার পর্যাপ্ত প্রশিক্ষণ, এইচজিআরটিসির এই ধরনের প্রশিক্ষণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাবিবুল্লাহ বাহার কলেজের প্রভাষক মো. এনায়েত উল্লাহ বলেন, মানুষ ও কৃষির প্রাণ রক্ষায় প্রাণরসায়নের ভূমিকা ও গবেষণায় গুরুত্ব অনুধাবন করা যায়। আরএইচজিআরটিসির এমন উদ্যোগ তরুণ জনগোষ্ঠীর মাঝে এই উপলব্ধি ও সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবে।

এই সময় এইচজিআরটিসির প্রতিষ্ঠাতা মো. আরিফুর রহমান বলেন, আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে জেনেটিক ডিজিজের সূচনাতেই ডায়াগনোসিস এবং ক্রিটিকাল ও টার্গেটেড থেরাপিতে মলিকুলার ডায়াগনোসিস প্রয়োগ করে উন্নত চিকিৎসার মাধ্যমে দেশে রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ও দক্ষ জনশক্তি তৈরির চেষ্টা করে যাচ্ছি। যার মাধ্যমে দেশের চিকিৎসা খাতে একটি পরিবর্তনের ধারার সূচনা করাই আমাদের মূল লক্ষ্য।

এইচজিআরটিসি এ পর্যন্ত বারোটি হ্যান্ডস অন প্রশিক্ষণ আয়োজন করেছে এবং সেখানে সত্তরের অধিক চিকিৎসক, শতাধিক বায়োসাইন্সের শিক্ষার্থী এবং ষাটের অধিক মলিকুলার ল্যাবে কর্মরত পেশাজীবীদের ক্যারিওট্যাইপিং, স্যাঙ্গার সিকোয়েন্সিং, রিয়েল টাইম পি সি আর, FISH টেকনিকে প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৬০ এর অধিক শিক্ষার্থী তাদের মতামতের মাধ্যমে নতুন কিছু অর্জনের ভালোলাগা ও চিকিৎসা খাত নিয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।

কর্মশালার প্রশিক্ষক এক্সিং গ্রুপ হোল্ডিংস প্রো. লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক এবং সিইও ড. পল মেইনওয়ারিং এইসজিআরটিসির এমন প্রচেষ্টার প্রশংসা করেন এবং বাংলাদেশে চিকিৎসা খাতে ভূমিকা রাখার পাশাপাশি উন্নত চিকিৎসা ও প্রশিক্ষণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন এইচজিআরটিসির রিসার্স অফিসার নাদিয়া কমোনিচি। এছাড়াও ছিলেন এইচজিআরটিসির প্রধান অর্থ কর্মকর্তা হাসিনা আক্তার এবং রিসার্স অ্যাসোসিয়েট মো. হাসিমূল সাইফ।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর