রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাকরিচ্যুতির ১৫ বছর পর ফের বিএমইউতে যোগ দিলেন ডা. আকরাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

Akram

চাকরিচ্যুতির প্রায় ১৫ বছর পর আবারও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন।

বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি।


বিজ্ঞাপন


এর গত ২২ জুন আদালতের রায়ে বিএমইউতে পুনরায় যোগদানের আদেশ পান অধ্যাপক আকরাম হোসেন। গত ১৩ এপ্রিল বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চ এ রায় দেন।

অধ্যাপক ডা. সৈয়দ আকরাম বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাকে এবং আমার স্ত্রী সাঈদা সুলতানাকে একসঙ্গে চাকরিচ্যুত করা হয়। স্ত্রী গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। আমি অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলাম। হঠাৎ চাকরিচ্যুতির কারণে তাৎক্ষণিক বেশ বেগ পোহাতে হয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা দুজনেই স্বাস্থ্য ক্যাডারে ছিলাম। পিজির আগে আমি ছিলাম ক্যানসার ইনস্টিটিউটে। স্ত্রী ছিলেন একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট হিসেবে। এরপর পিজিতে আসি। সেখান থেকে আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। অভ্যুত্থানের পর আমাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়।’

গত বছরের ১৮ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্র্বতী সরকার। এতে সদস্য হিসেবে রাখা হয় অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেনকে। চলতি বছরের ৫ মে সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয়।


বিজ্ঞাপন


২০১০ সালের ২২ ডিসেম্বর নিয়মবহির্ভূতভাবে বিপুল সংখ্যক শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন ও তার স্ত্রী গাইনি বিশেষজ্ঞ ডা. সাঈদা সুলতানাও ছিলেন।

এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর