মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বাস্থ্য উপদেষ্টাকে সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজের হল দেখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্য উপদেষ্টাকে সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজের হল দেখার আহ্বান

আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে ঢাকা মেডিকেল কলেজের আবাসিক হলের বেহাল দশা সরেজমিনে দেখার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

রোববার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমসির মিলন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।


বিজ্ঞাপন


পরে এ সংক্রান্ত এক বিবৃতিতে তারা জানিয়েছে, পাঁচ দফা দাবি আদায়ের চলমান আন্দোলন এবং দাবিসমূহের অগ্রগতি নিয়ে আজ ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং কর্তৃপক্ষের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকালের হল ত্যাগের নোটিশের ব্যাপারে জানতে চাইলে আজকেও আমাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে আমরা হল ত্যাগের নোটিশকে প্রত্যাখান করেছি এবং আন্দোলন চলাকালীন হলেই অবস্থান করার সিদ্ধান্ত জানিয়েছি কর্তৃপক্ষকে। দাবিসমূহের অগ্রগতি জানতে চাইলে আমরা এর অগ্রগতি নিয়ে কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় আমরা স্বাস্থ্য উপদেষ্টা এবং মন্ত্রণালয় বরাবর জানাতে চাই, আগামীকাল দুপুর ১২টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সমাধানে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

এরপর দুপুরে এক ব্রিফিংয়ে ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম বলেন, হল খালি করে দেওয়ার পর শিক্ষকরা যেভাবে হলে আসন বণ্টন করবেন; সেই অনুযায়ী ছাত্ররা উঠলে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব। শিক্ষার্থীদের এই দাবি নিয়ে কলেজ প্রশাসন থেকে মন্ত্রণালয়ে প্রতিদিন যোগাযোগ করা হচ্ছে। সবই মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।

সমস্যা সমাধানে প্রশাসনের তৎপরতার কথা তুলে ধরে ঢামেক অধ্যক্ষ বলেন, “এই ব্যাপারে শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে জানানো হয়েছে। তবে তাদের আশু সমাধান চাই, আজকেই তাদের একটি ছাত্রাবাসের ব্যবস্থা করে দেওয়া হোক। কিন্তু এটা তো বাস্তবিকপক্ষেই সম্ভব না। আমরা তাদের দাবির সঙ্গে একমত। একাডেমিক কাউন্সিল একটি সর্বোচ্চ বডি। আমরা চাই, তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থীরা সহযোগিতা করবে। তাহলে আমরা দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরতে পারব।”


বিজ্ঞাপন


এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর