সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

চলে গেলেন বিসিপিএসের সাবেক সভাপতি অধ্যাপক এস.এ. আশরাফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ১১:২৪ এএম

শেয়ার করুন:

চলে গেলেন বিসিপিএসের সাবেক সভাপতি অধ্যাপক এস.এ. আশরাফ

বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এস.এ. আশরাফ।
 
মঙ্গলবার (১৭ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
 
ডা. এস. এ. আশরাফ ছিলেন বিসিপিএসের দুইবারের সভাপতি। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর সেখানেই কর্মজীবন শুরু করেন তিনি।
 
পরবর্তীতে এফআরসিএস সম্পন্ন করেন। পাকিস্তান আমলে পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের কাউন্সিলর ছিলেন, পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
 
দেশ স্বাধীনের পর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স গঠিত হলে অধ্যাপক ডা. এস.এ. আশরাফ সভাপতি নির্বাচিত হন।
 
এসএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর