সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

করোনায় আরও ১ মৃত্যু, শনাক্ত ২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

আরও ৪৫ জনের করোনা শনাক্ত, সবাই ঢাকার
ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও একজন মারা গেছেন। ফলে এ নিয়ে চলতি বছর করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন। 

সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৩১ জনের করোনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮৫৮ জন। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০৪ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর