মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪৯ জন।
আরও পড়ুন: ডেঙ্গু জ্বর হলে করণীয়
বিজ্ঞাপন
রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন, ঢাকা উত্তর সিটিতে আটজন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, খুলনা বিভাগে আটজন রয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গু হলে কী খেতে হয়?
এছাড়া রাজশাহী বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে সাতজন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে, গত এক দিনে সারাদেশে ২২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২৯৯ জন।
আরও পড়ুন: একসঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ও করোনা, সচেতনতার তাগিদ
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫ হাজার ৯৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩০ জন।
এএইচ
