সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাইল্ড নিউরোলজি সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

চাইল্ড নিউরোলজি সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দেশের শিশু নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ চাইল্ড নিউরোলজি সোসাইটির (বিসিএনএস) কার্যকরী পরিষদের ২০২৫-২৭ মেয়াদের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

মঙ্গলবার (২০ মে) রাজধানীর শের-ই-বাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) হাসপাতালের সেমি-কনফারেন্স রুমে আয়োজিত কার্যকরী পরিষদের প্রথম সভায় দায়িত্ব বুঝে নেয় নতুন নেতৃত্ব।


বিজ্ঞাপন


জানা গেছে, দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি সভায় বিগত বছরের আর্থিক হিসাব এবং ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার নমিনী নির্ধারণ, সাংগঠনিক কার্যক্রম, ফেলোশিপ প্রোগ্রাম ও জাপানিজ চাইল্ড নিউরোলজি সোসাইটির বাংলাদেশ পরিদর্শন এবং কনফারেন্স ও সিএমইউ আয়োজনসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। পর্যালোচনা করা হয় বিগত সময়ের নানান সিদ্ধান্তও।

সংগঠনটি জানিয়েছে, নতুন কমিটি ইতোমধ্যেই আগামী দুই বছরের জন্য সংগঠনের রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে। সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের শিশু স্নায়ুরোগ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে গত ২৬ এপ্রিল রাজধানীর একটি রেস্টুরেন্টে সদস্যদের সর্বসম্মতিক্রমে বিসিএনএসের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। এতে সভাপতি করা হয় অধ্যাপক ডা. মুহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হন ডা. মোহাম্মদ মনির হোসেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম, ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, ডা. কাজী আশরাফুল ইসলাম ও ডা. মো. শাখাওয়াত হোসেন। ডা. মাসুমা আক্তার, ডা. শেখ মশিউর রহমান যুগ্ম সম্পাদক এবং ডা. এ বি এম মুকিব কোষাধ্যক্ষ হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা. মুশতাব শীরা।


বিজ্ঞাপন


নতুন কমিটিতে দপ্তর সম্পাদক পদে ডা. নূর-ই সাবা লিজা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. তানিয়া সাদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে ডা. লাইলা আঞ্জুমান বানু এবং প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডা. হুমায়রা রাফিকা কাদেরীকে মনোনীত করা হয়েছে।

এ ছাড়া কার্যনির্বাহী পরিষদ সদস্য হয়েছেন অধ্যাপক ডা. শাহীন আক্তার, অধ্যাপক ডা. নারায়ণ সাহা, অধ্যাপক ডা. আরিফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আঞ্জুমান আরা বিউটি, অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, ডা. মোহাম্মদ জহির উদ্দিন, ডা. শামীম আরা বেগম, ডা. সাবরিনা ফারহা মৌরী, ডা. শাওলী সরকার, ডা. দিপা সাহা ও ডা. মো. আলাউদ্দিন। আর কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা হয়েছেন অধ্যাপক ডা. আহমেদ মুর্তজা ও অধ্যাপক ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু।

শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন, আন্তর্জাতিক ও জাতীয় বৈজ্ঞানিক সেমিনার, প্রশিক্ষণ ও নতুন পদ সৃজনসহ অন্যান্য একাডেমিক কার্যক্রমের জন্য ২০২২ সালে বিসিএনএস গঠন করা হয়। ওই বছর গঠন করা হয় এর প্রথম আহ্বায়ক কমিটি। এর তিন বছর পর সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর