সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবশেষে ক্যান্সারের কাছেই হার মানলেন ডা. কেকা দৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

অবশেষে ক্যান্সারের কাছেই হার মানলেন ডা. কেকা দৃষ্টি
প্রয়াত ডা. কেকা দৃষ্টি শর্মা।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে রাঙামাটি মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ও কণ্ঠশিল্পী ডা. কেকা দৃষ্টি শর্মা মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি ক্যান্সার নিয়ে সামাজিক গবেষণা করতে চেয়েছিলেন। কিন্তু অবশেষে ক্যান্সারের কাছেই হার মেনে পাড়ি জমিয়েছেন পরপারে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মিসবাহ উদ্দিন আহমদ।

জানা গেছে, ডা. কেকা দৃষ্টি শর্মা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন, যা পরবর্তীতে মস্তিষ্ক, লিভার ও হাড়ে ছড়িয়ে পড়ে। কিছুদিন আগে তিনি ইমিউনোথেরাপি, ডেনোসুম্যাব ও মস্তিষ্কে রেডিওথেরাপি গ্রহণ শুরু করেন।


বিজ্ঞাপন


ডা. কেকা দৃষ্টি শর্মা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর ২০১৬ সালে পরিবার পরিকল্পনা অধিদফতরে মা ও শিশু স্বাস্থ্য প্রোগ্রামে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন।

পরবর্তীতে ৩৯তম বিসিএসে সরকারি কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। এরপর ২০২৪ সালে রাঙামাটি মেডিকেল কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। একইসঙ্গে কণ্ঠশিল্পীও ছিলেন ডা. কেকা দৃষ্টি শর্মা। এছাড়া ব্যক্তিগত জীবনে এই চিকিৎসক ছিলেন এক কন্যা সন্তানের জননী।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানিয়েছে, ডা. কেকা দৃষ্টি ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন সৎ, দক্ষ, পরিশ্রমী ও নিবেদিত প্রাণ একজন চিকিৎসক। একজন নিষ্ঠাবান চিকিৎসক ও চিকিৎসা বিদ্যার শিক্ষক হিসাবে তার অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

ডা. কেকা দৃষ্টির মৃত্যুতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও তার অধীনস্থ দফতরসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।


বিজ্ঞাপন


এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর