শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিএমইউতে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ প্রোমোশন বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ প্রোমোশন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।


বিজ্ঞাপন


এসময় তিনি অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার না করার বিষয়ে পরামর্শ দেন এবং রোগীদেরকে পর্যাপ্ত সময় দেওয়ার বিষয়ে তাগিদ দেন।

সভায় উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার ও প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক।

এছাড়া বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ হোসেন, নিউরো সার্জন সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মারুফ হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর