রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

হামলার প্রতিবাদে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

loading/img
গতকাল ব্যারিকড দিয়ে চিকিৎসকদের পদযাত্রা আটকে দেয় পুলিশ।

চিকিৎসকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষার্থীরা। একইসঙ্গে বৃহস্পতিবার (১৩ মার্চ) শিক্ষার্থী, ইন্টার্ন ও চিকিৎসকরা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (১২ মার্চ) রাতে ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমসির শিক্ষার্থী তাওফিক মিশু।


বিজ্ঞাপন


তিনি জানান, ‘১২ মার্চ বিকেলে শিক্ষা ভবনের সামনে ডাক্তারদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের লাঠিচার্জ এবং চিকিৎসকদের ওপর হামলা করা হয়েছে৷ আমরা হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।”

আরেক শিক্ষার্থীরা আব্দুল্লাহ আল নোমান বলেন, চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদে মেডিকেলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং আমরা বিষয়টি সবাইকে জানাব। সেইসঙ্গে ক্যাম্পাসের মিলন চত্বরে বিক্ষোভ মিছিল করব। হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের ৩ দাবি

১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত সব পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 


বিজ্ঞাপন


২. হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চাইতে হবে।

৩. দায়িত্বহীনতার পরিচয় দেওয়ায় স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমা চাইতে হবে।

হামলার প্রতিবাদে গতরাতে ঢাকা মেডিকেল কলেজে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা মেডিকেল ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর