মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএসএমএমইউতে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

বিএসএমএমইউতে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ
গণঅভ্যুত্থানে আহতদের নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে স্মার্ট কার্ড প্রদান করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। এ নিয়ে মোট ১৭৪ ছাত্র-জনতাকে স্মার্ট কার্ড দিল ইসি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন আহতদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


ইসির পক্ষে নির্বাচন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এসএম হুমায়ুন কবীর আহতদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন। এসময় বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত মোট ১৭৪ জনকে স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে বিএসএমএমইউতে ৫০ জন, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ৪৩ জন, ঢাকা মেডিক্যালে ১৩ জন, নিটোরে ৬৭ জন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১ জনকে এই কার্ড প্রদান করা হয়।

এমএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর