শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

এনডিএফের ডেন্টাল বিভাগের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ডেন্টাল বিভাগের নবগঠিত কমিটির প্রথম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে সারাদেশে থেকে আগত দুই শতাধিক ডেন্টাল সার্জনের প্রত্যক্ষ ভোটে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে অধ্যাপক ডা. নূরুল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মো. মোস্তাফিজুর রহমান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে এ সম্মেলন আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন সম্মেলনে নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। এনডিএফের ডেন্টাল বিভাগের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মেক্সিলোফেসিয়াল সার্জন এবং সাপ্পোরো ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল আমিন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. শফিউল্লাহ।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও ওরাল অ্যান্ড মেক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মেন্ডি ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ফুয়াদ আল হাসনাত।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমরান হোসেন।

নতুন কমিটি ন্যাশনাল ডক্টরস ফোরাম ডেন্টাল বিভাগের গতিশীল নেতৃত্বে দেশের ডেন্টাল সার্জনদের পেশাদারিত্ব এবং সেবা আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একইসঙ্গে নবগঠিত কমিটি দেশের ডেন্টাল স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানিয়েছেন তারা।


বিজ্ঞাপন


এমএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর