বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ঢাকা

স্বাস্থ্য অধিদফতরে ড্যাব ও বৈষম্যবিরোধী চিকিৎসকদের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ০১:২০ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্য অধিদফতরে ড্যাব ও বৈষম্যবিরোধী চিকিৎসকদের সংঘর্ষ, আহত ৩

স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন পদে স্বাস্থ্য প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বৈষম্যবিরোধী চিকিৎসক আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন চিকিৎসক আহত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাজধানীর মহাখালী টিবি গেটস্থ স্বাস্থ্য ভবনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সকাল থেকেই অধিদফতরের সামনে অবস্থান নেয় ড্যাবের চিকিৎসকরা। এসময় তারা সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসকদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবি জানায়। অপরদিকে, অধিদফতরের ভেতরে অবস্থান নিয়ে স্বাস্থ্যখাত সচল রাখতে বর্তমান নিয়োগপ্রাপ্তদের কাজের পথ সুগম করার দাবি জানায় বৈষম্যবিরোধী চিকিৎসকরা।

এসময় দুইপক্ষ পরস্পরবিরোধী স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বৈষম্যবিরোধী চিকিৎসক ও ড্যাবের চিকিৎসকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তা হাতাহাতি ও সংঘর্ষের পর্যায়ে পৌঁছায়। তবে এরই মাঝে একদল রড ও লাঠিসোঁটা নিয়ে চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হয়।

clash1

বৈষম্যবিরোধীদের দাবি, ড্যাবের সাথে থাকা বহিরাগত সন্ত্রাসীরা রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। এতে তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।


বিজ্ঞাপন


এ বিষয়ে অধিদফতরের এক কর্মকর্তা ঢাকা মেইলকে জানান, বৈষম্যবিরোধী চিকিৎসকরা চায় সরকারের পক্ষ থেকে নিয়োগ বহাল রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা হোক। অপরদিকে বিএনপিপন্থী ড্যাবের চিকিৎসকরা চায় একক আধিপত্য। এ নিয়ে গত কয়েকদিন যাবত পাল্টাপাল্টি কর্মসূচি চলছে, আজ তা সংঘর্ষে রূপ নিয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ড্যাবের চিকিৎসকরা অধিদফতরের সামনের সিঁড়িতে অবস্থান নিয়েছে। আর বৈষম্যবিরোধী ব্যানারে চিকিৎসকরা অধিদফতরের কনফারেন্স হলে অবস্থান নিয়েছে।

তবে আন্দোলনরত ড্যাবের চিকিৎসকরা সংঘর্ষ ও আহতের কথা অস্বীকার করেছে।

এদিকে, চিকিৎসকদের ওপর হামলা ও আহতের প্রতিবাদে তৎক্ষণাৎ অধিদফতরের বিক্ষোভ করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

এমএইচ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর