বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

হবিগঞ্জ মেডিকেলে অধ্যক্ষের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জ মেডিকেলে অধ্যক্ষের পদত্যাগ

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায় পদত্যাগ করেছেন। শিক্ষার্থীর দাবির মুখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (০৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবে কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।


বিজ্ঞাপন


পদত্যাগপত্রে ডা. সুনির্মল রায় লিখেন, ‘বর্তমান কর্মস্থলে কাজের অনুকূল পরিবেশ না থাকায় ব্যক্তিগত কারণে আমি অব্যাহতি পেতে ইচ্ছুক।’

এর আগে মেডিকেলের অধ্যক্ষ ডা. সুনির্মলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে মেডিকেলের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে দুর্নীতিবাজ প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে অন্যতম ডা. সুনির্মল রায়। মেডিকেলের আর্থিকখাতে লুটপাট ও হিসাবে গড়মিল করেছেন তিনি। তাই ডা. সুনির্মল অধ্যক্ষ পদে থাকার গ্রহণযোগ্যতা হারিয়েছেন, মেডিকেলের উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়ন কোনো অবদান রাখতে পারেননি।

এমএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর